প্রকাশিত: Sun, Jul 9, 2023 1:22 PM
আপডেট: Tue, Jan 27, 2026 11:00 PM

[১]সরকারি ওয়েবসাইট থেকে নাগরিকদের তথ্য ফাঁস [২]আইসিটি মন্ত্রণালয় জানালো, শুধুমাত্র জন্মনিবন্ধনের তথ্য হ্যাক হয়েছে

রাশিদুল ইসলাম, আনিসুর রহমান তপন: [৩] মার্কিন অনলাইন টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নাগরিকদের ব্যক্তিগত সব তথ্য ফাঁস হয়েছে সরকারি একটি ওয়েবসাইট থেকে। ফাঁস করা তথ্যের মধ্যে আছে পূর্ণাঙ্গ নাম, ফোন নম্বর, ই-মেইল ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্রের আইডি নম্বর।

[৪] বিটক্র্যাক সাইবার সিকিউরিটির জন্য কাজ করা একজন গবেষক ভিক্টর মার্কোপোলোস জানান, তিনি ঘটনাক্রমে ২৭ জুন ফাঁসের ঘটনা আবিষ্কার করেন। এর মধ্যে লাখ লাখ বাংলাদেশি নাগরিকের তথ্য রয়েছে। কিছুক্ষণ পরেই তিনি বাংলাদেশী ই-গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমের (সিইআরটি) সঙ্গে যোগাযোগ করেন। 

[৫] টেকক্রাঞ্চ বিষয়টিতে হস্তক্ষেপ করে ফাঁস হওয়া ডাটাবেসে থাকা অন্যান্য ডেটা ফিরিয়ে দিয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।  তবে সরকারের কোন ওয়েবসাইট থেকে এসব তথ্য ফাঁস হয়েছে টেকক্রাঞ্চ তা প্রকাশ করেনি।

[৬] অনলাইনটি জানায়, তারা বিষয়টি নিয়ে বাংলাদেশের সিইআরটি, সরকারের প্রেস অফিস, ওয়াশিংটন ডিসিস্থ দূতাবাস এবং নিউইয়র্ক সিটিস্থ কনস্যুলেটে কথা বলেছে।  কিন্তু তারা এ নিয়ে কোনো মন্তব্য করেনি। 

[৭] নাম প্রকাশ না করার শর্তে আইসিটি মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা জানান, ন্যাশনাল ডাটা সেন্টার থেকে কোনো তথ্য হ্যাক হয়নি। স্থানীয় সরকার বিভাগের জন্ম নিবন্ধনের ডাটা হ্যাক হয়েছে গত ২৭ জুন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে আইসিটি মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগকে জানিয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব